ইউরোপীয় দেশগুলো যদি জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
শুক্রবার এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালুর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্ররোচিত এবং আইনি ভিত্তিহীন। তার দাবি, এ ধরনের পদক্ষেপ ইউরোপের ভাবমূর্তিকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলবে।
আরাঘচি স্পষ্ট করে বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, অধিকার ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না।” তিনি আরও জানান, সেপ্টেম্বরের শুরুতে মিসরের মধ্যস্থতায় আইএইএর সঙ্গে যে নতুন সমঝোতা হয়েছিল, তা বহাল থাকবে কেবল তখনই—যদি তেহরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ না নেওয়া হয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তেহরান সবসময় সংযম দেখিয়েছে এবং কেবল শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে ইউরোপ সুযোগ নষ্ট করলে, তার প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
এসআর
মন্তব্য করুন: