যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের অবনতির কারণ তুলে ধরে তিনি বলেন, গত বছরের গণআন্দোলনকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, বরং বিষয়টি নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেছে। এতে দুই দেশের সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়েছে।
আঞ্চলিক সহযোগিতা জোট সার্ককে পুনরুজ্জীবিত করার ওপরও জোর দেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন ড. ইউনূস।
সার্জিও গোরকে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যমে আসা বিভ্রান্তিকর খবরের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, “গত বছরের ছাত্র আন্দোলনকে ভারত ভুলভাবে ব্যাখ্যা করেছে।
তাদের গণমাধ্যম থেকে প্রচুর ভুয়া খবর ছড়ানো হয়েছে। প্রোপাগান্ডা চালানো হয়েছে যে আন্দোলনটি ছিল ইসলামপন্থি তৎপরতা।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টিও দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে।
এসআর
মন্তব্য করুন: