[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব, প্লাবিত আশ্রয়কেন্দ্রও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সুপার টাইফুন ‘রাগাসা’ হংকং ও তাইওয়ানে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। প্রবল ঝড়বৃষ্টি ও জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে।

প্রবল ঝড়বৃষ্টি ও জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। এমনকি ঝড় থেকে বাঁচতে উপকূলীয় বাসিন্দাদের জন্য নির্ধারিত একটি আশ্রয়কেন্দ্রও পানিতে ডুবে গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের গুয়াংফু শহরের একটি উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু মাতাইআন ক্রিক ব্যারিয়ার হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় দ্রুত সেখানে পানি ঢুকে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠসহ পুরো ক্যাম্পাস তলিয়ে যায়। এতে চেয়ার-টেবিল, রেফ্রিজারেটর এমনকি গাড়িও ভেসে যায়।

একজন স্থানীয় প্রশাসক জানান, “ঘটনাটি ২০১১ সালের জাপানের ভূমিকম্প ও সুনামির টিভি ফুটেজের কথা মনে করিয়ে দেয়। আমরা রাগাসার প্রভাবকে হয়তো অবমূল্যায়ন করেছিলাম।”

ব্যাপক ক্ষয়ক্ষতি

  • হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ায় ১৪ জন নিহত ও ১২৪ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তাইওয়ানের দমকল বিভাগ।
  • মঙ্গলবার থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়বৃষ্টি চলছে, যা উদ্ধার তৎপরতা ব্যাহত করছে।
  • হংকংয়ে সমুদ্র উপকূল তছনছ হয়ে গেছে, শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাস্তা ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে রাগাসা চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারি করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর