যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ভাষণের সময় তিনি গাজায় ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করেন।
এরদোয়ান বলেন, “গাজায় চলমান গণহত্যায় ইতোমধ্যে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ নির্মমতা অব্যাহত আছে। যার সামান্য মানবিক বোধও আছে, সে কখনোই এ হত্যাযজ্ঞ মেনে নিতে বা চুপ করে থাকতে পারে না।”
তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক উদ্যোগগুলো দুই-রাষ্ট্র সমাধানকে আরও এগিয়ে নেবে।
সম্মেলনে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এরদোয়ান।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে চতুর্থ বক্তা হিসেবে ভাষণ দেবেন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।
নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেছিলেন, এবারের অধিবেশনের বিশেষ দিক হলো—অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে। এরদোয়ানের মতে, এসব স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে নতুন গতি যোগ করবে।
এসআর
মন্তব্য করুন: