[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১:২১ এএম

সংগৃহীত ছবি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করে প্রফেসর ইউনূস বলেন, উত্তরণরত দেশগুলো যেন শুল্কমুক্ত প্রবেশাধিকার হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ডব্লিউটিও মহাপরিচালক এ সময় বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

আলোচনায় বহুল প্রত্যাশিত ডব্লিউটিও সংস্কার ও বৈশ্বিক বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ—বিশেষত সুরক্ষাবাদী নীতি ও বিশ্বায়ন থেকে পশ্চাদপসরণের ঝুঁকি—নিয়ে মতবিনিময় হয়।

ড. ওকোনজো-ইওয়েলা জানান, উদ্বেগ থাকা সত্ত্বেও বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনো ডব্লিউটিওর নিয়মের আওতায় পরিচালিত হচ্ছে।

এ প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে তিনি বাংলাদেশের সহায়তা চান।

প্রতিক্রিয়ায় প্রফেসর ইউনূস বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ডব্লিউটিওকে অবশ্যই অভিযোজিত হতে হবে। অর্থবহ সংস্কারের পক্ষে কণ্ঠ তুলতে বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর