[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ এএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এ সময় সার্জিও গোর ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ঢাকাকে ঘিরে বিভিন্ন অপতথ্য প্রতিরোধসহ নানা ইস্যুতে আলোচনা হয়।

রোহিঙ্গাদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন ড. ইউনূস। প্রতিক্রিয়ায় মার্কিন পক্ষ জানায়, কক্সবাজারের শিবিরে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা চলমান থাকবে।

অধ্যাপক ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে, যেহেতু এক দশকেরও বেশি সময় ধরে সংস্থাটির কোনো শীর্ষ সম্মেলন হয়নি।

তিনি আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করে উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

এ ছাড়া তিনি নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তার মতে, আঞ্চলিক সহযোগিতা বাড়লে দেশের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর