[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

রোববার (২১ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে তিন দেশের নেতারা এ ঘোষণা দেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিওবার্তায় বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা জাগাতে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ইসরাইলি সরকারের নীতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, গাজায় ধারাবাহিক হামলা ও বাস্তুচ্যুত মানুষের সংকট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ পরিস্থিতিতে কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে বলেন, এই স্বীকৃতি যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে মিলিতভাবে দ্বি-রাষ্ট্র সমাধানের নতুন গতি সৃষ্টির জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর