আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশকে আন্তর্জাতিক ডাটা ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করতে চায়।
এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে আবেদন করেছে ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানিটি।
স্টারলিংক জানিয়েছে, বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের জন্য ডেটা পরিবহন করবে তারা। এজন্য দেশের ভেতরে স্থাপিত পপ (Point of Presence) থেকে সিঙ্গাপুর ও ওমানের পপে আন্তর্জাতিক ব্যাকহল সংযোগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এ ক্ষেত্রে তারা স্থানীয় প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এবং সামিট থেকে আইপিএলসি (International Private Leased Circuit) ও আনফিল্টারড আইপি কিনবে। তবে এই সেবা কেবল বিদেশি ব্যবহারকারীদের জন্য, বাংলাদেশি গ্রাহকরা এর আওতায় পড়বে না।
বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে একদিকে আশাবাদ, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, স্টারলিংকের দাবি যে আগে থেকেই অনুমোদন দেওয়া হয়েছে—তা সঠিক নয়। বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। গাইডলাইনের বাইরে গিয়ে অনুমোদনের সুযোগ নেই বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।
স্টারলিংক ইতোমধ্যে গাজীপুর, রাজশাহী ও যশোরে চারটি গেটওয়ে স্থাপন করেছে। তবে এগুলো পুরোপুরি কার্যকর কি না তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি। পরীক্ষামূলক কার্যক্রম শেষে কোম্পানি এখন বাণিজ্যিক সেবা চালাচ্ছে বলেও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহৃত হলে অর্থনৈতিক সুবিধা মিলতে পারে, তবে জাতীয় নিরাপত্তা ও নীতিমালার স্বচ্ছতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এসআর
মন্তব্য করুন: