[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩:০০ পিএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন, কর্ম ও ব্যবসায়িক ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। এ দেশগুলোর নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউএই-এর ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

তবে যারা ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে আমিরাতে অবস্থান করছেন, তারা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন না।

সম্ভাব্য কারণ

যদিও ইউএই সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি, তবে কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে কিছু কারণ আলোচিত হচ্ছে—

  • নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ।
  • ভূরাজনৈতিক টানাপোড়েন: কিছু দেশের সঙ্গে সম্পর্কের জটিলতা।
  • স্বাস্থ্য সুরক্ষা: কোভিড-১৯ পরবর্তী কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।

নিষেধাজ্ঞাটি সাময়িক বলে ধারণা করা হচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় তা পর্যালোচনা করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর