[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা।

একইসঙ্গে পার্বত্য তিন জেলায় ভ্রমণ সম্পূর্ণভাবে নিষেধ করেছে দেশটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ এবং পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে ‘লাল চিহ্ন’ ব্যবহার করা হয়েছে।

এর অর্থ হলো— বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে, আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলতে হবে।

কানাডার বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ, হরতাল ও অবরোধের কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে, যার পূর্বাভাস সবসময় পাওয়া যায় না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর