[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৭ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টিতে জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থল ঘাঁটির সংলগ্ন গ্রামীণ এলাকায়। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সেনাবাহিনী বলছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

থারস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সামিট লেক এলাকায় সম্ভাব্য হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থল শনাক্ত করেছেন।

তারা জেবিএলএম কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর