পৃথিবীর ভেতরে কী ঘটছে, তা নিয়ে মানুষের কৌতূহল চিরকালীন।
সম্প্রতি বিজ্ঞানীদের এক নতুন গবেষণা জানাল চমকপ্রদ তথ্য—পৃথিবীর কেন্দ্র এখন ঘুরছে উল্টো দিকে।
নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র তার বিপরীত অভিমুখে ঘুরতে শুরু করেছে।
এর আগে কিছু সময়ের জন্য কেন্দ্রের ঘূর্ণন থেমেও গিয়েছিল। বিজ্ঞানীদের ধারণা, প্রায় প্রতি ৩৫ বছর অন্তর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে। তবে কখনো কখনো এই ব্যবধান ৭০ বছর পর্যন্তও হতে পারে।
গবেষণায় আরও বলা হয়, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে যায় এবং এরপর থেকেই তা বিপরীত দিকে ঘুরতে থাকে। প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ায় বিজ্ঞানীরা এ ধরনের ঘূর্ণন পরিবর্তনের ধারণা পান।
অনুমান করা হচ্ছে, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে ঘূর্ণনের দিক পাল্টাতে পারে পৃথিবীর কেন্দ্র।
চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত হওয়া ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে জানান, কেন্দ্রের এই ঘূর্ণন পরিবর্তন দিনের দৈর্ঘ্য ও পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণনের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এর ফলে বড় কোনো বিপদের আশঙ্কা নেই। জীবকুলও কোনো সরাসরি প্রভাব অনুভব করবে না বলে আশ্বস্ত করেছেন গবেষকরা।
তাদের মতে, আপাতত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবে ঘটনাটি নিয়ে আরও গবেষণা চলবে।
এসআর
মন্তব্য করুন: