[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

এবার উবার অ্যাপেই বুক করা যাবে হেলিকপ্টার, ভাড়া কত হতে পারে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

শহরের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে এবার নতুন অভিজ্ঞতা আনতে যাচ্ছে উবার।

 সানফ্রান্সিসকো-ভিত্তিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, খুব শিগগিরই যাত্রীরা সরাসরি উবার অ্যাপ থেকেই হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।

এই সেবা চালু করতে উবার যৌথভাবে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন-এর সঙ্গে। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী কোম্পানি ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে, যা আগে থেকেই হেলিকপ্টার ও সি-প্লেনে যাত্রী পরিবহন করে আসছে।

উবার ও জোবির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবা একীভূত হওয়ার পর বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকেই ফ্লাইট বুক করা যাবে।

 

যদিও এখনো নির্দিষ্ট রুট ও ভাড়া চূড়ান্ত হয়নি, তবে জোবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হবে।
ব্লেডের তথ্য অনুযায়ী, বর্তমানে ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (JFK) বা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর (EWR) পর্যন্ত ফ্লাইটের জন্য ভাড়া ধরা হয় প্রায় ১৯৫ ডলার।

শুধু গত বছরই ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

উবার মনে করছে, নতুন এই আকাশপথ সেবা শহুরে ভ্রমণে আনবে গতি, আধুনিকতা ও সুবিধা। যাত্রীরা আর যানজট বা সময়ের চাপ নিয়ে ভাবতে হবেনা—এক ক্লিকেই তারা পৌঁছে যাবেন গন্তব্যে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর