তুরস্কে আবারও প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় হাজারো মানুষ জড়ো হয়ে স্লোগান দেন।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস নীতিমালা বাতিলের মামলার স্থগিতাদেশ দাবিকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়। সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীরা পতাকা হাতে প্রেসিডেন্ট এরদোগানের পদত্যাগের দাবিতে সরব হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক বছরে সিএইচপি সদস্য ও সমর্থকদের ওপর প্রশাসনের আইনি দমন-পীড়ন বেড়েছে। চলমান মামলার রায়ের ফলে বিরোধী দলীয় প্রধানের নেতৃত্ব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
কারাগার থেকে পাঠানো এক বার্তায় বিরোধী নেতা একরেম ইমামোগলু অভিযোগ করেন—
সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক পদক্ষেপের মাধ্যমে ভিন্নমত দমন করছে এবং নির্বাচনের ফলাফল আগেভাগে নির্ধারণের চেষ্টা করছে।
এই বার্তা আঙ্কারার সমাবেশে উচ্চকণ্ঠে প্রচার করা হয়।
উল্লেখ্য, গত মার্চে একরেম ইমামোগলুর গ্রেফতারের পর থেকেই তুরস্কে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এর প্রভাব পড়ে অর্থনীতিতেও। দেশটির মুদ্রা লিরা ক্রমাগত দরপতনের মুখে, ফলে সামগ্রিক অর্থনীতি নড়বড়ে হয়ে পড়ে।
এসআর
মন্তব্য করুন: