[email protected] রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

রাশিয়ায় দুই ট্রেন লাইনচ্যুত, নিহত এক চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

 রোববার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন ট্রেনচালক নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো।

গভর্নর টেলিগ্রামে জানান, লেনিনগ্রাদের গ্যাচিনা জেলার সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হয়। একই সময়ে দক্ষিণাঞ্চলে ১৫টি খালি ট্যাংকবাহী বগি নিয়ে চলা একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়।

তিনি জানান, ডিজেল লোকোমোটিভের চালক কেবিনে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে তার মৃত্যু হয়। অন্যদিকে মালবাহী ট্রেনের কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের রেললাইনে বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে তিনজন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুই ট্রেন লাইনচ্যুত হওয়ায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।

গভর্নর দ্রোজদেনকো জানান, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়ার রেলওয়ে নেটওয়ার্কে একের পর এক লাইনচ্যুতি, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য রাশিয়ান কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করছে। যদিও কিয়েভ সাধারণত দায় স্বীকার করে না, তবে এ ধরনের ঘটনার পর উল্লাস প্রকাশ করে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর