[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নেই : নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ এএম

নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এতে কার্যত ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেরুজালেমের পূর্বাঞ্চল মালে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা প্রতিশ্রুতি পূরণ করছি—এই ভূমিতে কোনও ফিলিস্তিন রাষ্ট্র হবে না। এই ভূমি শুধুই আমাদের।”

চুক্তি অনুযায়ী, বিতর্কিত ই১ এলাকায় ৩ হাজার ৪০০ নতুন আবাসন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

উল্লেখযোগ্য যে, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে ১৯৬৭ সালের পর গড়ে ওঠা সব বসতিই অবৈধ হিসেবে বিবেচিত।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র সমাধান।” নেতানিয়াহুর ঘোষণাকে তিনি অঞ্চলকে আরও গভীর সংকটে ঠেলে দেওয়ার পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘ এর আগেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ইতোমধ্যে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনও পরিষ্কার নয়।

এদিকে পশ্চিম তীর ও গাজায় সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। গত সোমবার জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হন।

আর গাজায় ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর