প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল প্রেসিডেন্ট ভবনে তাকে শপথ করান। এ পদে তিনিই নেপালের প্রথম নারী।
নেপালের সংবাদমাধ্যম খবর হাব জানিয়েছে, সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৫ সালে নতুন সংবিধান কার্যকরের পর থেকে সব সরকারই ৭৬ অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল। ফলে এবারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
দিনব্যাপী আলোচনার পর প্রেসিডেন্ট ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ঐক্যমত্য চুক্তি সই হয়।
এতে জেন-জি আন্দোলনের দাবিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ সুগম হয়।
এসআর
মন্তব্য করুন: