আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, জনপ্রিয় বাইস্পেসিফিক টি-সেল এনগেজার (বাইট) থেরাপি এবার আরও উন্নত রূপ পেতে যাচ্ছে।
আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, জনপ্রিয় বাইস্পেসিফিক টি-সেল এনগেজার (বাইট) থেরাপি এবার আরও উন্নত রূপ পেতে যাচ্ছে
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্সের গবেষকরা জানিয়েছেন, তারা এমন এক ন্যানোজাইম তৈরি করেছেন, যা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সক্রিয় হয়ে টিউমার কোষের গায়ে পৌঁছালে কৃত্রিম অ্যান্টিজেনের ঘন গুচ্ছ রোপণ করে।
এতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ক্যানসার কোষ শনাক্ত করে আক্রমণ চালাতে পারে।
শুধু টিউমার ধ্বংস করাই নয়, এ প্রযুক্তি দীর্ঘমেয়াদি রোগ-প্রতিরোধী স্মৃতি তৈরি করে, যা নতুন টিউমার হওয়া বা পুরনো টিউমার ফের দেখা দেওয়ার ঝুঁকি কমায়। ইঁদুরের শরীরে পরীক্ষায় দেখা গেছে, ৬০ দিনেরও বেশি সময় এ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থেকেছে। এছাড়া শাংহাইয়ের চোংশান হাসপাতালে ৮ জন রোগীর ক্যানসার নমুনায় পরীক্ষা চালিয়ে ৭ জনের ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া গেছে।
গবেষক হান শুও বলেন, “এটি মূলত ক্যানসার কোষের গায়ে একটি বাতি জ্বালানোর মতো, যা ইমিউন কোষকে সহজে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়।
এসআর
মন্তব্য করুন: