[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়েছে ইন্দোনেশিয়া।

দেশটির দুটি প্রদেশে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি ও ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো দ্রুত উদ্ধার তৎপরতা চালানো, নিখোঁজদের সন্ধান এবং বাস্তুচ্যুতদের সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার কাজে ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি জানান, টানা বৃষ্টির ফলে নদীগুলো উপচে পড়ায় বালির নয়টি শহর ও জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি এলাকায় কাদা, পাথর ও গাছ ভেঙে পড়েছে, আর নদীর পানি উপচে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়েছে।

তিনি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই বালিতে মারা গেছেন, যারা নদীর তীব্র স্রোতে ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া পাঁচ শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বালির রাজধানী দেনপাসারের মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা দুর্যোগ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর