[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলে অপহরণ, পাঁচ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২:১৩ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে অন্তত ৪০ জন বাংলাদেশি জেলে ও পাঁচটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং দুটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা। তবে অপহৃত জেলেদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে থাকা অন্যান্য জেলেদের বরাতে তিনি বলেন, ২০-৩০টি ট্রলারে মাছ ধরার সময় দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যায়।

এদিকে আরাকান আর্মির ওয়েবসাইটে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, খবরটি জানার সঙ্গে সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে অপহৃত জেলেদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন কালবেলাকে বলেন, স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অন্তত ৮১ জন জেলে ও ১৩টি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের এখনো ফেরত পাননি স্বজনরা।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ৩২৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে এ গোষ্ঠী। এর মধ্যে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর