[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

নেপালে বিক্ষোভের মাঝে আতঙ্কে বাংলাদেশি ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি

নেপালে চলমান দুর্নীতি বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

কাঠমান্ডুর যে হোটেলে তারা অবস্থান করছে, তার আশপাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা দলীয় নেতাদের বাসভবন ও অফিসে হামলা চালায়। এরই অংশ হিসেবে বাংলাদেশ দলের হোটেলের পাশের একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে বলতে শোনা যায়, “এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা ভাবছি।”

এ প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গণমাধ্যমকে জানান,
“আমাদের হোটেলের পাশে একটি বাড়িতে সরকার দলীয় এক নেতার বাস ছিল। সেটি বিক্ষোভকারীরা জ্বালিয়ে দেয়। কাছেই হিলটন হোটেলেও আগুন লাগানো হয়। তখন আমরা ভীত হয়ে পড়ি। লবিতে একসাথে অপেক্ষা করছিলাম।”

তিনি আরও বলেন, “একদল বিক্ষোভকারী আমাদের হোটেলে ঢুকে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খোঁজেন। পরে কর্তৃপক্ষ তাদের বোঝায় এখানে কেবল বাংলাদেশি ফুটবলাররা অবস্থান করছেন। আমাদের লবিতে দেখে বিক্ষোভকারীরাও বিষয়টি বুঝতে পারেন এবং শান্ত হয়ে চলে যান। এখন আতঙ্ক কিছুটা কমেছে।”

এই পরিস্থিতির কারণে দলটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে নেপাল ফুটবল ফেডারেশন ও স্থানীয় প্রশাসন বাংলাদেশ দলকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর