[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।

হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে খবর আল-জাজিরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে দোহায় একের পর এক বিস্ফোরণে আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে তারা হামাস নেতৃত্বের অবস্থান চিহ্নিত করে “নির্দিষ্ট হামলা” পরিচালনা করেছে। তবে কাদের ওপর হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি সংস্থাটি। বহুদিন ধরেই দোহাকে গাজার বাইরে হামাসের রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দোহায় তাদের আলোচক দল হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এ ঘটনায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন ও সব ধরনের বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন। কাতারের নাগরিক ও অধিবাসীদের জন্য এটি গুরুতর নিরাপত্তা হুমকি।”

তিনি আরও জানান, কাতার এই হামলাকে বেপরোয়া আগ্রাসন হিসেবে দেখছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপকে কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তদন্তাধীন রয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর