[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩৩ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের সচিবালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

‘জেন-জি প্রোটেস্ট’ নামে পরিচিত এ আন্দোলন গত সোমবার থেকে শুরু হয়। কারফিউ উপেক্ষা করে হাজারো বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন।

তারা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে সহিংসতা চালান এবং নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন রাজনীতিকের বাসভবনে হামলা চালায়।

দুই দিনের টানা বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ব্যাপক উপস্থিতি নিশ্চিত করলেও সহিংসতা ঠেকানো যায়নি।

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ।

মঙ্গলবার নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই কে পি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর