[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ ইসরায়েলের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২:২০ পিএম

সংগৃহীত ছবি

ইসরায়েলি সেনাবাহিনী গাজা নগরীর সাধারণ মানুষকে আল-রাশিদ উপকূলীয় সড়ক ধরে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সেনারা জানিয়েছে, ওই এলাকায় তারা শিগগিরই ‘প্রচণ্ড শক্তি’ নিয়ে সামরিক অভিযান চালাবে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ওপর শিগগিরই ‘ভয়াবহ ঝড়’ নেমে আসবে এবং সন্ত্রাসের টাওয়ারগুলো কেঁপে উঠবে। একইসঙ্গে গাজা দখলে নিতে প্রায় ৮০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনাও অনুমোদন করেছেন তিনি।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে জানা গেছে, ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আল-শাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে পড়ার পর কমপক্ষে ২৫ জন নিখোঁজ রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি সেনাদের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর