[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

ফ্রান্সে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদচ্যুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২:৩৭ এএম

সংগৃহীত ছবি

ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু।

সোমবার অনুষ্ঠিত ভোটে তাঁকে অপসারণের পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ১৯৪ জন এবং ২৫ জন বিরত থাকেন।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনায় সমর্থন আদায় করতে নিজেই এই আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। তবে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় তাঁকে পদ ছাড়তে হচ্ছে।

ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু সতর্ক করে বলেন, ‘সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব হলেও ঋণের কঠিন বাস্তবতাকে অস্বীকার করা যাবে না।

খরচ বাড়তেই থাকবে এবং ঋণের বোঝা ফ্রান্সের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।’

প্রধানমন্ত্রী পদে বাইরুর পতনের মধ্য দিয়ে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হলো।

এতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও সংকটে পড়েছেন। দুই বছরের কম সময়ের মধ্যে তাঁকে এখন পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর