[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। খবর বিবিসি।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর এটাই প্রথমবারের মতো কিয়েভের মন্ত্রিসভা ভবন সরাসরি হামলার শিকার হলো।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শনিবার রাতভর কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়া রেকর্ডসংখ্যক আক্রমণ চালায়। এক রাতে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন দিয়ে মোট ৩৭টি স্থানে আঘাত হানা হয়। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করলেও ধ্বংসাবশেষ পড়ে অন্তত ৮টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানান, হামলায় মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। আজ ভোরে আমরা মায়দানের পেছনে ইনডিপেনডেনস স্কয়ারের আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছি। আমরা দেখেছি দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে ছুটে যাচ্ছে, তারপর আবার আরেকটি বিস্ফোরণ।”

কিয়েভে সাম্প্রতিক এই হামলায় সরকারি স্থাপনা ছাড়াও বেসামরিক এলাকায়ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর