জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
গত বছরের অক্টোবরে ইশিবা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই দলীয় সমালোচনার মুখে পড়েন তিনি। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
এর আগে প্রায় এক সপ্তাহ আগে তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তখন ইশিবা গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দলীয় চাপ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর ইশিবার অঙ্গীকার ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দলীয় সংস্কার আনা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে নিম্নকক্ষ ও পরবর্তীতে উচ্চকক্ষে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার পরিচালনায় সংকট তৈরি হয়।
আগামীকাল (সোমবার) ক্ষমতাসীন এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে। তার আগেই ইশিবার পদত্যাগের ঘোষণা দলের ভেতর বিভক্তি এড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: