[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দফতরে হয়।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এর আগে তিনি কক্সবাজার সফর শেষে ঢাকায় ফেরেন। বাংলাদেশে রাষ্ট্রদূত থাকার সময় নানা কারণে আলোচনায় ছিলেন তিনি।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে তার নাম আবারও আলোচনায় আসে, বিশেষ করে কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের গুঞ্জন ঘিরে। যদিও সে সময় ওয়াশিংটনের একটি সূত্র জানায়, পিটার হাস তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষ করে গত বছরের ২৭ সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন।

তিন দিন পরই যোগ দেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে, যাদের ভাসমান এলএনজি টার্মিনাল কক্সবাজারের মহেশখালীতে রয়েছে। কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য প্রসারে তার অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় তারা।

রাষ্ট্রদূত থাকাকালে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন পিটার হাস।

সর্বশেষ গত এপ্রিলে তিনি ঢাকা সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ সফরে আবারও বাংলাদেশে এসে তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর