[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে থেমে গেল ইসরাইলি বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি

ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরাইলের তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের

হিব্রু ভাষার দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে ধেয়ে আসে। হামলার পর বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ইয়েমেনি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, অভিযানে প্যালেস্টাইন–২ ক্লাস্টারজুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তার দাবি, এ হামলার ফলে বিপুলসংখ্যক ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায় এবং বিমান চলাচল স্থবির হয়ে পড়ে।

ইয়াহিয়া সারি আরও বলেন, এই অভিযান গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইয়েমেনের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে পরিচালিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, “দখলদার জায়নিস্ট শাসন কখনোই নিরাপত্তা ও শান্তি ভোগ করতে পারবে না” এবং ভবিষ্যতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

এর আগে, সোমবার দেওয়া এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানিয়েছিলেন, সানার ওপর ইসরাইলি বিমান হামলার জবাবে তারা চারটি ড্রোন ব্যবহার করে ইসরাইলি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে তেলআবিবের জয়েন্ট স্টাফ ভবন, হাদেরা বিদ্যুৎকেন্দ্র, আল-লাদ (বেন গুরিয়ন) বিমানবন্দর এবং অশদোদ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে যুক্ত MSC ABY নামের একটি জাহাজকেও ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করা হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজার ওপর হামলা ও অবরোধ চলতে থাকলে তাদের অভিযানও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তিসংগ্রামে প্রকাশ্যে সমর্থন দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাল্টা হিসেবে ইসরাইলও ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে, যাতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর