আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬২২ জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সোমবার (১ সেপ্টেম্বর) আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এর কেন্দ্রস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। পরবর্তী সময়ে অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানান, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন নিহত ও ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। নানগারহারে মারা গেছেন আরও ১২ জন, আহত হয়েছেন ২৫৫ জন। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, বিপর্যয়টি “বিস্তৃত” এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুনারের নুরগাল জেলার মাজার উপত্যকা। পাহাড়ি এই অঞ্চল পাকিস্তান সীমান্তবর্তী হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তালেবান সরকার জানিয়েছে, নিরাপত্তা, স্বাস্থ্য, খাদ্য ও পরিবহনসহ সব সংশ্লিষ্ট টিম ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে।
এসআর
মন্তব্য করুন: