[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ: মার্কিন আদালত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১:১৩ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে ফেডারেল আপিল আদালত।

শুক্রবার ঘোষিত রায়ে আদালত জানায়, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইনের অপব্যবহার করেছে।

রায়ে বলা হয়, শুল্ক আরোপ বা প্রত্যাহারের মূল ক্ষমতা কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট সীমিত পরিসরে আইইপিএ আইন ব্যবহার করতে পারেন, তবে ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তার বেশিরভাগ ক্ষেত্রেই আইনগত প্রক্রিয়া মানা হয়নি। বিশেষ করে কংগ্রেসের সুপারিশ ছাড়াই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবারের শুনানিতে অংশ নেওয়া ১১ জন বিচারকের মধ্যে ৭ জন ট্রাম্পের নীতি অবৈধ ঘোষণা করেন।

আদালত রায়ে নির্দেশ দেন, ১৪ অক্টোবরের পর থেকে বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে। তবে ট্রাম্প চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ‘ধ্বংস করবে’। তিনি দাবি করেন, তার প্রশাসন কোনোভাবেই আইইপিএ আইনের লঙ্ঘন করেনি। ট্রাম্প আরও জানান, “এটি বিভক্ত ও বেঠিক রায়। আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে আপিল করব এবং সেখানে জয়ী হব।”

২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০২৫ সালের ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ও ভারসাম্যহীনতা দূর করার যুক্তি দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর