যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে।
এ দফায় ১৫ জনকে দেশে পাঠানো হচ্ছে বলে ইমিগ্রেশন ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বিশেষ চার্টার ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এসব যাত্রীর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। তাদের মধ্যে কারও বৈধ পাসপোর্ট আছে, কারও মেয়াদোত্তীর্ণ, আবার অনেকের কোনো পাসপোর্টই নেই।
ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে নারী, শিক্ষার্থী ও অস্থায়ীভাবে ওয়েটারসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেকে।
কূটনৈতিক সূত্র জানায়, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়মিত চলছে। বিশ্বব্যাপী অভিবাসন নীতি কঠোর হওয়ায় ভবিষ্যতেও আরও বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে।
সরকারি এক কর্মকর্তা বলেন, অনেকেই সঠিক কাগজপত্র ছাড়া বিদেশ যাওয়ায় ফেরত আসার ঝুঁকি বাড়ছে। অভিবাসন খাত সুরক্ষায় ব্যক্তিগত পর্যায়েও সচেতনতা জরুরি।
এসআর
মন্তব্য করুন: