[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর, মহাবিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি

ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্কারোপ কার্যকর হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন, এবং এবার তার প্রশাসন আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্দেশিকাটি এখনো সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে এর খসড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে দেখা গেছে। পরিকল্পনা অনুযায়ী, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক কার্যকর হবে, যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে শুরু হবে।

শুল্ক আরোপের কারণ হিসেবে নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে দেখছে। নির্দেশিকায় বলা হয়েছে, শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বের হওয়া ভারতীয় পণ্যের ওপর এটি প্রয়োগ হবে।

এর আগে ৬ আগস্ট ট্রাম্প এক নির্বাহী নির্দেশে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে নয়াদিল্লি ইতোমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপ মেনে নেবে না। ভারতের অবস্থান অনুযায়ী, ওয়াশিংটনও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৫ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে এক সভায় বলেন, “যতই চাপ আসুক, আমরা তার মোকাবিলা করার জন্য শক্তিবৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে।”

উল্লেখ্য, মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রপ্তানিকারকদের ওপর শুল্কের প্রভাব, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর