[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, নিন্দা রাষ্ট্রদূতের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ৩:৩৪ পিএম

সংগৃহীত ছবি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন। কেউ কেউ দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, নিউইয়র্কে কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কিছু দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুর অগ্রহণযোগ্য। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।

রাষ্ট্রদূত আনসারী আরও বলেন, “জেনেভা কনভেনশন অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব হচ্ছে নিউইয়র্ক কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করা।

বিষয়টি নিয়ে আমার সহকর্মীরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আমি বিশ্বাস করি। প্রয়োজনে আমি যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর