রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
এ লক্ষ্যে ধারাবাহিকভাবে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর প্রথমটি ২৪ আগস্ট কক্সবাজারে শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রায় ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এরপর কাতারের দোহায় আরও একটি বড় সম্মেলনের আয়োজন করা হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সহজ কাজ নয়।
এ কারণে কক্সবাজারের সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন অংশ নিচ্ছে। সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও সরাসরি তাদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরবেন।
এসআর
মন্তব্য করুন: