[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ১:৩৭ এএম

সংগৃহীত ছবি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ।

পাশাপাশি দুই দেশের মধ্যে টেকসই সম্পর্ক গড়ে তুলতে দীর্ঘদিনের অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ঢাকার একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, সংস্কৃতি, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সম্ভাবনা কাজে লাগাতে একমত হয়। এ ছাড়া ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সমুদ্র ও আকাশপথে যোগাযোগ উন্নয়নে অগ্রগতি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করে।

বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি সম্পদ বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে আসা বৈদেশিক সহায়তা হস্তান্তর, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের গুরুত্ব তুলে ধরে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি উচ্চশিক্ষার বৃত্তি দেওয়া হবে, যার এক-চতুর্থাংশ চিকিৎসাক্ষেত্রে বরাদ্দ থাকবে।

এ ছাড়া জুলাই মাসের বিদ্রোহে আহত শিক্ষার্থীদের অঙ্গ প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা এবং বাংলাদেশি হকি দলকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন তিনি।

বৈঠকে দুই দেশ আশা প্রকাশ করে যে, শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে পাকিস্তানের সহযোগিতা কামনা করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর