চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রেমিট্যান্স যোদ্ধা সবুজ (৩৬) দুবাইয়ে খুন হয়েছেন।
তিনি দূর্গাপুর ইউনিয়নের ছোট দূর্গাপুর মিয়াজী বাড়ির মরহুম আমছর আলীর একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ধারদেনা করে জীবিকার সন্ধানে দুবাই যান সবুজ। দেশে তার মা পারুল বেগম, স্ত্রী রীমা, ১০ বছরের ছেলে বাইজিদ এবং দুই বোন রয়েছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে সবুজ যে বাসায় ভাড়া থাকতেন, সেখানেই ভাড়া সংক্রান্ত বিরোধে উমানের এক ব্যক্তি তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী রুবেল নামে আরেক বাংলাদেশি সবুজের পরিবারকে ঘটনাটি জানান।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও হতাশা। সবুজের মা পারুল বেগম বলেন,
“প্রতি মাসে প্রায় ২২ হাজার টাকা কিস্তি দিতে হয়।
ছেলের স্ত্রী ও সন্তানের ভরণপোষণ কিভাবে করবো জানি না। যে কোনো মূল্যে ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে চাই। সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এসআর
মন্তব্য করুন: