[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৪:৩৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ট্রাফিক আইন ভঙ্গ করে বিপজ্জনক কাণ্ড ঘটালেন এক যুবক।

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোর ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। এ জন্য তাকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা।

শনিবার (২৩ আগস্ট) এনডিটিভির খবরে বলা হয়, নয়ডার একটি সড়কে সিনেমার দৃশ্যের মতো বান্ধবীকে কোলে বসিয়ে বাইক চালাচ্ছিলেন যুবক।

এ সময় তাদের কারও মাথায় হেলমেট ছিল না। নিরাপত্তা বিধি অমান্য করার পাশাপাশি ট্রাফিক আইনের একাধিক ধারা লঙ্ঘন করায় এই জরিমানা গুনতে হয়েছে তাকে।

ঘটনার ভিডিও প্রকাশ করে উত্তরপ্রদেশ পুলিশ লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডায় বাইকের সিক্যুয়েল বানাতে চেয়েছিল।

তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং প্রেমের গল্প দীর্ঘস্থায়ী করুন।”

ভিডিওতে আরও জানানো হয়, ওই যুগলকে ট্রাফিক আইনের বিভিন্ন ধারা ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর