[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ বৈঠক শুরু হয়।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন ইসহাক দার। পরে সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত আলোচনায় বসেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) বিশেষ বিমানে ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

গত আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর ইসহাক দার পাকিস্তান মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে ঢাকায় এলেন। এর আগে জুলাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং গত বুধবার বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশ সফর করেন।

সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। কূটনৈতিক মহলের মতে, স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি এভাবে প্রকাশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেননি। অন্তর্বর্তী সরকারের সময়ে এই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

দিনের শেষে হাইকমিশনের আয়োজনে বিএনপি, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নৈশভোজে অংশ নেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর