[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

দ্বিপক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবন ও রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে ইসলামাবাদ।

সফরকালে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

গত ২৭ এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

শুরুতে একান্ত বৈঠক ও পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনসংযোগ সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় গুরুত্ব পাবে।

পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে অগ্রগতি জোরদারের চেষ্টা থাকবে। তবে অমীমাংসিত ঐতিহাসিক তিনটি ইস্যু এড়িয়ে এই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর