[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

গাজায় দুর্ভিক্ষ নেই, আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান ইসরাইলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ৭:৪৩ পিএম

সংগৃহীত ছবি

গাজায় দুর্ভিক্ষ চলছে—জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন) সাম্প্রতিক প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

 দেশটির দাবি, গাজায় দুর্ভিক্ষ নেই এবং এ প্রতিবেদনটি ‘হামাসের মিথ্যাচার’ নির্ভর।

শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ এলাকায় দুর্ভিক্ষ চলছে—আইপিসির এমন দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও বলে, সাম্প্রতিক সময়ে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছেছে, তাই দুর্ভিক্ষের প্রশ্নই ওঠে না।

এ প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা কোগ্যাটও আইপিসির প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছে। কোগ্যাটের দাবি, “গাজার বিশেষ করে গাজা সিটির দুর্ভিক্ষের অভিযোগ একেবারেই সত্য নয়। আইপিসির আগের বহু প্রতিবেদনের মতো এটিও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।”

তারা আরও অভিযোগ করে, আইপিসির সর্বশেষ মূল্যায়নে গাজার মানবিক পরিস্থিতি উন্নত করতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এবং আংশিক তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর