[email protected] বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
৬ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসা নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় নতুন করে ২৪ লাখ কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের খবর প্রকাশিত হলেও তা পুরোপুরি সঠিক নয়।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনার জানিয়েছেন, সংবাদটি মালয়েশিয়ার কিছু গণমাধ্যমে প্রকাশিত হলেও এর বাস্তবতা ভিন্ন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতোশ্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল নিশ্চিত করেছেন, দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগের সীমা রয়েছে। বর্তমানে প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছেন। নতুনভাবে প্রায় ৫-৬ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সুযোগ রয়েছে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বছরে ২–২.৫ লাখ হতে পারে।

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে মোট ১৩টি খাতে। এর মধ্যে রয়েছে কৃষি, বাগান, খনিজ খাত, হোলসেল ও রিটেল, সিকিউরিটি গার্ডস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, বিল্ডিং ক্লিনিং। নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রাধিকার দেওয়া হবে এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পকে।

এবার কলিং ভিসার আবেদন শুধুমাত্র অফিসিয়াল এজেন্সির মাধ্যমে করা যাবে। আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং জয়েন্ট কমিটি।

তবে, ভিসার খবর নিয়ে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিচ্ছে। মালয়েশিয়ান দূতাবাস সতর্ক করেছে, কোনো প্রতারকচক্রের ফাঁদে পড়বেন না এবং অনধিকৃত কোনো অর্থ প্রদান করবেন না। বিশেষ করে সাবাহ প্রদেশে কোনও সরকারি চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর না হওয়া পর্যন্ত এমন প্রতারণার সুযোগ আছে।

উল্লেখ্য, এবারের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো কার্যক্রম সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর