ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফার্স প্রদেশের বেইরাম এলাকায় চারজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য নিশ্চিত করেছে।
মিজানের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী বাড়ির মালিক নারীসহ তার তিন শিশুকে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্বামী-স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ডাদেশ দেন। পরবর্তী সময়ে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।
মঙ্গলবার সকালে জনসমক্ষে স্বামীর ফাঁসি কার্যকর করা হয়। তবে স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হবে বলে জানিয়েছে মিজান। তবে কবে সেই সাজা কার্যকর হবে তা প্রকাশ করা হয়নি।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় চীনের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে সাধারণত ভোরের দিকে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। হত্যা ও ধর্ষণের মতো অপরাধকে মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে বিবেচনা করে দেশটির আইন।
এসআর
মন্তব্য করুন: