[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

যুদ্ধ থামাতে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ২:১৬ এএম

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে সম্মত না হন, তবে রাশিয়াকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে আলাস্কা সফরের পথে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টার কিছু পর তিনি সফরসঙ্গীদের নিয়ে আলাস্কার উদ্দেশে রওনা হন।

আলাস্কার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টা) ট্রাম্প ও পুতিনের মধ্যে বহুল আলোচিত এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর