বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চলছে।
এর আগে, গত মঙ্গলবার গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
ওই বৈঠকে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান উপস্থিত ছিলেন।
আলোচনায় রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদ এবং রাজনৈতিক সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা গুরুত্ব পায়।
এরও আগে সোমবার, ট্রেসি অ্যান জ্যাকবসন জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
এসআর
মন্তব্য করুন: