[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ৩:২৩ এএম

সংগৃহীত ছবি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

প্রধান উপদেষ্টার সফরে অভিবাসন ও বিনিয়োগ বিষয়ক ইস্যু অগ্রাধিকার পাবে। ১২ আগস্ট তিনি পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এছাড়া মোট পাঁচটি এমওইউ ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকালে তিনি একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রধান উপদেষ্টা আগামী ১৩ আগস্ট দেশে ফিরবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর