কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হকের রচিত “প্র্যাকটিক্যাল লিডারশিপ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ড. ডোনাল্ড ক্রুকস, বিজনেস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস একাডেমি অফ নর্থ আমেরিকা'র সভাপতি ড. জেট এমবোগা, বার্কলে কলেজের প্রেসিডেন্ট ড. ডায়ান, প্রভোস্ট ড. প্যাট্রিসিয়া, সেটন হল বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রভোস্ট ড. মেরি কেট, ড. মাধব শর্মা, ড. ওকপাড়া, ড. ওন্টোকো, অনুপ শর্মাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন অধ্যাপক ড. শামসাদ মর্তুজা, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহসান এবং ড. মনজুর চৌধুরী। এ সময় সভাপতি ড. ডোনাল্ড ক্রুকস বইটির ৩০ কপি কিনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
ড. জহিরুল হক BAASANA সম্মেলনে অনুষ্ঠান আয়োজনের জন্য BAASANA ও সেটন হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়া ULAB প্রেস কর্তৃক বই প্রকাশে সহায়তার জন্য ড. আনিস আহমেদ ও ড. শামসাদ মর্তুজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রচনাকালে কার্যকর নির্দেশনার জন্য বিশেষভাবে ড. আনিস আহমেদকে ধন্যবাদ জানান।
এসআর
মন্তব্য করুন: