রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক নির্বাহী আদেশে সই করে তিনি এ সিদ্ধান্ত জানান। নতুন এই শুল্ক তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
এই সিদ্ধান্তে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে, যা চীন ও পাকিস্তানের তুলনায় যথাক্রমে ২০ ও ২১ শতাংশ বেশি। তবে ওষুধ ও নির্দিষ্ট শিল্পপণ্যের ক্ষেত্রে কিছু ছাড় থাকবে বলে জানানো হয়েছে।
ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যহীন বাণিজ্য করছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়।”
উল্টো প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে এখনও অনেক পশ্চিমা দেশ—including যুক্তরাষ্ট্র—পণ্য আমদানি করছে।
সূত্র: এএফপি, এনডিটিভি
এসআর
মন্তব্য করুন: