[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি , আহত ৫

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ৪:১০ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন এক সেনাসদস্য।

এতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়। খবর এপি’র।

সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গুলি চালানো ব্যক্তির নাম সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড (২৮)। তিনি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহকর্মীদের ওপর গুলি চালান।

ঘটনার তাৎক্ষণিক পরেই অন্যান্য সেনারা তাকে আটক করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আরও বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, আহত সেনারা বর্তমানে স্থিতিশীল আছেন। তাদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে। র‍্যাডফোর্ডকে আটকে ফেলার জন্য সহকর্মী সেনাদের প্রশংসা করেন তিনি।

তবে গুলির কারণ বা হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সাধারণত সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রে সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত হলেও এই ধরনের ঘটনা ঘাঁটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর