[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

মিসরে টিকটক নির্মাতাদের বিরুদ্ধে দমন অভিযান, গ্রেপ্তার অন্তত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৯:৪২ পিএম

সংগৃহীত ছবি

মিসরে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অন্তত আট কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ‘অশালীনতা’, ‘সামাজিক মূল্যবোধ লঙ্ঘন’ এবং ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’-এর অভিযোগ আনা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানে উদ্বেগ প্রকাশ করে একে ‘নারী নির্মাতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত দমননীতি’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, এটি সরকারের একটি পরিকল্পিত উদ্যোগ, যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের মতপ্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নির্মাতাদের ভিডিওতে আপত্তিকর ভাষা, অশালীন উপস্থাপন ও সমাজের শালীনতা লঙ্ঘনের উপাদান রয়েছে। এসব কনটেন্টকে তরুণদের জন্য ‘বিপজ্জনক ও বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করা হয়েছে।

এই অভিযানের সূত্রপাত একটি অনলাইন ক্যাম্পেইনের পর, যেখানে ৩২ জন আইনজীবী যৌথভাবে এসব ভিডিওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, এসব কনটেন্ট দেশের যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে।

মানবাধিকার সংগঠন Egyptian Initiative for Personal Rights (EIPR)-এর প্রতিনিধিত্বকারী লুবনা দরবিশ জানিয়েছেন, ২০২০ সালের পর এটিই সবচেয়ে বড় ধরপাকড়ের ঘটনা। তার মতে, পূর্বের মতো এবারও মূলত নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারী নির্মাতারাই এই দমনের প্রধান লক্ষ্য, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করেছিলেন।

পুলিশের দাবি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুই নির্মাতা স্বীকার করেছেন যে, তারা বেশি ভিউ ও অর্থ উপার্জনের আশায় এ ধরনের ভিডিও তৈরি করতেন। একইসঙ্গে তাদের আয়ের প্রকৃত উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, অনলাইনে নারীদের উপস্থিতিকে সীমিত করার এ ধরনের উদ্যোগ মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এটি ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের অংশগ্রহণকে হুমকির মুখে ফেলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর